sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৯শে শ্রাবণ ১৪৩২

র‍্যাগিংয়ের ঘটনায় কুবির দুই বিভাগে পৃথক তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান ও বাংলা বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় চার সদস্য বিশিষ্ট আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যাচের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সোমবার (০৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম। নৃবিজ্ঞান বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনকে এবং সদস্য সচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব মজুমদারকে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন–নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। 

বাংলা বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাসকে আহবায়ক এবং সহকারী রেজিস্ট্রার মোঃ নিরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটিতে আছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম এবং সহকারী প্রক্টর ড. মুতাসিম বিল্লাহ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'আমরা তদন্ত কমিটির অনুমোদনের জন্য রেজিস্ট্রার দপ্তরে সুপারিশ পাঠিয়েছি। উপাচার্য এবং উপ-উপাচার্য স্বাক্ষর করলে এই কমিটি কার্যক্রমের জন্য অনুমোদন হবে। অনুমোদনের সাত কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করবে। এই সাতদিন অভিযুক্ত ব্যাচের শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।'

প্রসঙ্গত, গত ৫ জুলাই রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থী তার বিভাগের ইমিডিয়েট সিনিয়রদের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী) দ্বারা র‍্যাগিংয়ের শিকার হয়ে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ভুক্তভোগী এবং তার সহপাঠীদের দেয়া তথ্য অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের বেঞ্চে দাঁড় করিয়ে রাখা, ধূমপান করার জন্য চাপ দেয়া এবং সিনিয়র আপুকে প্রপোজ করার জন্য প্রেসার দেয়ার মতো ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হলে ডেকে নিয়ে মানসিক নির্যাতন এবং রাতের আঁধারে ক্যাম্পাসের দূরবর্তী তালতলা নামক স্থানে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে মানসিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও তার সহপাঠীদের দেয়া তথ্য অনুযায়ী র‍্যাগিংয়ে অভিযুক্তরা হলেন মুনতাসীর, ওলিউল্ল্যাহ, তিশা মনি, অরবিন্দু সরকার, রাফি ও হাসান।  

শা/আ/দি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর