মিডফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
এ ঘটনার সূত্র ধরে একের পর এক অভিযান চালিয়ে চট্টগ্রামের স্ত্রী হত্যাকাণ্ডের মূল আসামি থেকে শুরু করে অপহরণ, নারী নির্যাতন, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত বহু অপরাধীকে আইনের আওতায় এনেছে সংস্থাটি।
র্যাব জানায়, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে খুন হন মো. সোহাগ। মাথায় ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করে দুই আসামি—আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২) কে।
র্যাব ফোর্সেসের মহাপরিচালক বলেন, "ঘটনাটি প্রকাশ্যে ঘটায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। আমরা দ্রুততার সঙ্গে তদন্ত করে জড়িতদের গ্রেফতার করেছি।"
র্যাব মহাপরিচালক বলেন, “আমরা চাই জনগণ র্যাবকে বন্ধু ভাবুক। জনগণের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও অপরাধ দমনেই র্যাবের প্রতিটি পদক্ষেপ।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও পেশাদারভাবে র্যাব দায়িত্ব পালন করবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্স নীতিতে কাজ চালিয়ে যাবে।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: