নৌকায় মাছ শিকারের আড়ালে চলত ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ৪

মাদারীপুরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা করার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) এবং সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, দীর্ঘদিন ধরেই বাজিতপুরে একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে এই চারজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তবে চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল হাওলাদার পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আটককৃতরা মাঝখানে নৌকার মধ্যে অবস্থান করে এবং সেখান থেকেই ইয়াবা বিক্রি করতো। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যেতে হয়। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলো পানির মধ্যে ফেলে দেয়। পানির মধ্যে পড়লে ওগুলো নষ্ট হয়ে যায়, ব্যবহার করা যায় না, আর প্রমাণও থাকে না। এজন্য তাদের ধরা খুবই কষ্টকর। তবে মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: