পীরগাছায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেছে থানায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, আঙ্গুর মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয়। এতে আজিজুল ইসলাম (৬৫), মনজু মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৫৫) ও অলিপা বেগম (৪০) আহত হন। হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে জমি দখল করে ধানের চারা রোপণ করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
আহত আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বলেন, “ওরা জোর করে জমি দখল করেছে, অথচ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমরা আইনের আশ্রয় নিয়েছি, ন্যায় বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত আঙ্গুর মিয়ার ভাই শামসুল হক বলেন, “জমিটি আমরা বহু বছর ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করে তারা জমি দখলের চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। আমাদের পক্ষেরও একজন গুরুতর আহত হয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, “উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ আইনগতভাবে নিষ্পত্তি না হওয়ায় সংঘর্ষে রূপ নেয়। পুলিশি তদন্তের পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন এলাকাবাসী।
মা/ম
আপনার মূল্যবান মতামত দিন: