ট্রেনের ধাক্কা কেড়ে নিল মেধাবী ছাত্রের প্রাণ

ট্রেনের ধাক্কায় বগুড়ায় প্রাণ হারাল রাকিব হোসাইন মোস্তাকিম (২১) নামের এক কলেজ শিক্ষার্থী। দুর্ঘটনাটি রবিবার (৬ জুলাই) বিকেল ৩ টার দিকে স্টেশনরোড-তিনমাথা রোডের ওয়াপদা গেট এলাকায় ঘটে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মোস্তাকিম। তার বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলাধীন হিমাদ্রিপাড়ায়।
মোস্তাকিম জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর ক্রীড়া সম্পাদক ছিলেন।
তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ঘটনার সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী কমিউটার নাইটি আপ যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় কিছুটা অবহেলা ও অসচেতনভাবে ট্রেনলাইনের কাছাকাছি গিয়ে তিনি মোটরসাইকেলসহ দাঁড়িয়ে যান। মোস্তাকিমের পেছনে থাকা আরেক তরুণ আরোহী মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে নেমে নিরাপদ দূরত্বে চলে যান।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান কালের কণ্ঠকে জানান, সড়কে চলাচল করতে হলে ড্রাইভিং জানতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। এছাড়া ট্রাফিক আইনসহ আইনের প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। কেবল যানবাহন চালু ও বন্ধ করতে পারলেই একজন ব্যক্তিকে চালক বলা যায় না। আইন মেনে নিজের জীবনকে রক্ষা করা জানতে হবে। এজন্য পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করা আবশ্যক।
মা/ম
আপনার মূল্যবান মতামত দিন: