sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৯শে শ্রাবণ ১৪৩২

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টারে পুরস্কার বিতরণ!

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ই জুলাই প্রতিষ্ঠানের হল রুমে এই অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এ দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার। এখানে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শিখানোর সুব্যবস্থা রয়েছ। 

অনুষ্ঠানে নাফিন বিন হারুনের কুরআন তেলোওয়াতের মাধ্যমে ও সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ জালাল আহমেদ। এতে বক্তব্য রাখেন মাদ্রাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম। 

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান। আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারি বেলায়েত হোসাইন, মহিলা হিফজ বিভাগের ইনচার্জ হাফিজা প্রফেসর হানান, সিনিয়র শিক্ষক শেখ মারওয়ান। 

শতাধিক অভিভাবক ও ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, উপস্থিতি এবং নৈতিকতা সমন্বয় করে ৫টি করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের রংতুলি সহ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যেও প্রায় ৮০জনকে পুরস্কার প্রদান করা হয়।

 

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর