sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৯শে শ্রাবণ ১৪৩২

আজ পবিত্র আশুরা: সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগের অনন্য প্রতীক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫ ১৯:০৭ পিএম

ফাইল ছবি

আজ রবিবার, ১০ মহররম—পবিত্র আশুরা, মুসলিম উম্মাহর জন্য শোক ও আত্মত্যাগের এক মহিমান্বিত দিন। ৬১ হিজরির এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার ইয়াজিদের সৈন্যদের হাতে নৃশংসভাবে শহীদ হন। সেই ঘটনার স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, নামাজ, দান ও জিকিরে দিনটি পালন করছেন।

পুরান ঢাকার হোসাইনী দালান থেকে গতরাতে শোকযাত্রা বের হয় এবং আজ সকাল ১০টায় মূল শোক মিছিল শুরু হয়েছে। কালো পোশাকে, ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি তুলে শোক প্রকাশ করছেন ভক্তরা।

আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, "পবিত্র আশুরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অনন্য শিক্ষা দেয়।" তিনি ইমাম হোসাইন (রা.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সবাইকে আল্লাহর নৈকট্য অর্জনে বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান।

এই দিনে মুসলমানরা কেবল শোকই নয়, আত্মশুদ্ধি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের অনুপ্রেরণা হিসেবেও আশুরার শিক্ষা গ্রহণ করে থাকেন।

মা/ম

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর