কেনাবেচা জমজমাট আমের বাজারে!

মৌসুমে গড়ে উঠা আমের বাজারে কেনাবেচা জমে উঠেছে। কোথাও কয়েক ঘণ্টা কোথাও সারাদিনে বিক্রি হচ্ছে আম।
এরমধ্যে মালিক বাগান থেকে সরাসরি পাইকারদের কাছে ও অনলাইনে আম বিক্রি করছেন। সুমিষ্ট আম বলে পরিচিত হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজিতে। সব মিলে আমের এ মৌসুমে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরের রেলঘুনটি এলাকায় পাইকারী ও শহরের বাজারে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। হাঁড়িভাঙা আমের সাথে এখানে রয়েছে আম্রপালি, ব্যানানা, বারী-৪ আমসহ স্থানীয় জাতের আম। পাইকারি ৩০/৪০ টাকা কেজি বিক্রি হলেও খুচরা বিক্রি হচ্ছে কেজিতে ১০/২০ টাকা বাড়িয়ে।
এ বাজারে আম কিনতে আসা গৃহিণী আসমা বেগম জানান, ঢাকার নিকটজনের কাছে আম পাঠাতে ২০ কেজি আম ২৫ টাকা কেজি হিসাবে মালিকের কাছ থেকে কিনেছি। এসব কুরিয়ার করবো। এ আম বাজারে চাষি আম নিয়ে আসার সাথে সাথে কিনে আবার বিক্রি করছেন সেই মধ্যস্বত্বভোগী বেশি লাভবান হচ্ছেন। এ ছাড়া বাজারটিতে জায়গা স্বল্পতাও রয়েছে।
বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ডারারপাড় নামক স্থানে বাগান থেকে সরাসরি হাঁড়িভাঙা আম বিক্রি করছেন জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী ও উদ্যোক্তা।
তিনি বলেন, আমি একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। পরবর্তীতে নার্সারি ও বাগান করে লাভবান হয়েছি। আমার কয়েকটি আম বাগান রয়েছে। সেখান থেকে পাইকারী, খুচরা এবং অনলাইনে আম বিক্রি করছি। এ কাজে এলাকার বেকাররা কাজ করে চলতে পারছেন।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: