নারী সেজে পরীক্ষা দিতে গেল এক তরুণ!

শিক্ষার্থীদের জন্য পরীক্ষা এমন এক এক চ্যালেঞ্জ, যা অনেকেই পছন্দ করেন না। কেউ কেউ শুধু পরীক্ষার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন।
চীনের এক ছাত্রীও এই চাপ এড়াতে চেয়েছিলেন। তিনি এক ছেলেকে নিজের হয়ে পরীক্ষা দিতে রাজি করিয়েছিলেন। কিন্তু মেয়ের ছদ্মবেশ নিয়ে পরীক্ষার হলে হাজির হওয়া সেই ছেলেটি শেষ পর্যন্ত ধরা পড়ে যান।
ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন, হুবেই প্রদেশের উহানে, ঝোংনান ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড ল-এর একটি পরীক্ষাকেন্দ্রে। ছেলেটি নারী সেজে পরচুলা, মাস্ক ও হেডব্যান্ড পরে পরীক্ষার কেন্দ্রে যান। তাঁর অস্বাভাবিক সাজসজ্জা দেখে শিক্ষকের সন্দেহ হয়। পরচুলা খুলতে বলতেই তিনি দৌড়ে পালিয়ে যান। পরে পরীক্ষাকক্ষে থাকা আরেক শিক্ষার্থী তাঁকে শনাক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় প্রকাশ করে দেন।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: