ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নারীরা!

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের ২১তম আসর। সেখানেই ছয়টি দল পাবে ব্রাজিল বিশ্বকাপের টিকিট। সেই স্বপ্ন নিয়েই প্রস্তুতি নিচ্ছেন অধিনায়ক আফঈদা খন্দকাররা।
এক ভিডিও বার্তায় আফঈদা বলেন, ‘সুযোগটা যখন এসেছে, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা কাজে লাগাতে। সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই পাশে থাকুন। আমরা বিশ্বকাপে খেলতে চাই।’
একসময় সাফ চ্যাম্পিয়নশিপই ছিল সর্বোচ্চ লক্ষ্য, এখন তা ছাড়িয়ে মেয়েরা পা রেখেছেন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে সাহসী পারফরম্যান্স, মিয়ানমারে বাছাইয়ের ইতিহাস—সবকিছুই মিলে তৈরি হয়েছে আত্মবিশ্বাসের নতুন মাইলফলক।
এদিকে বিতর্ক ও সংকটের মধ্যেও দলের নিয়ন্ত্রণ হারাননি কোচ পিটার বাটলার। বিদ্রোহ পেরিয়ে তরুণ দল নিয়ে গেছেন আরব আমিরাতে, শুরুটা ধাক্কা খাওয়ার পর এখন গর্ব করার মতো ফল নিয়ে ফিরছেন দেশের মাটিতে। তিনি এবং তার কোচিং স্টাফ মেয়েদের তৈরি করেছেন কঠিন প্রতিযোগিতার জন্য—আর তাতেই আজ এমন এক সম্ভাবনার মুখোমুখি বাংলাদেশ, যা এক সময় কল্পনাও করা হয়নি।
আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। আগেই এশিয়া কাপ নিশ্চিত হওয়ায় কালকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তাই আজ মিয়ানমারে অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকারের কন্ঠে ২০২৭ নারী বিশ্বকাপের স্বপ্ন।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: