sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৮ই শ্রাবণ ১৪৩২

উয়েফা থেকে দুঃসংবাদ পেল বার্সেলোনা!

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

আর্থিক অনিয়মের দায়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইউরোপের দুই নামী ক্লাব বার্সেলোনা ও চেলসি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ফাইনান্সিয়াল মনিটরিং নীতিমালা লঙ্ঘনের দায়ে স্প্যানিশ জায়ান্ট বার্সাকে জরিমানা করেছে প্রায় ১৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.১৭ বিলিয়ন টাকা)। তবে বার্সার তুলনায় দ্বিগুণেরও বেশি জরিমানা গুনতে হবে ইংলিশ ক্লাব চেলসিকে, প্রায় ৩১ মিলিয়ন ইউরো।

উয়েফা জানিয়েছে, ২০২৪ সালের নির্ধারিত আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ক্লাব দুটি। এর ফলেই আর্থিক শাস্তির মুখে পড়তে হচ্ছে তাদের। একই সঙ্গে দেওয়া হয়েছে সতর্কতাও—পরবর্তী সময়েও শর্ত পূরণে ব্যর্থ হলে বার্সেলোনাকে আরও ৪৫ মিলিয়ন এবং চেলসিকে ৬০ মিলিয়ন ইউরো অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। 

আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনার জন্য এটি বড় ধাক্কা। একইসঙ্গে দলবদলের বাজারে খেলোয়াড় কেনাবেচার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধও আসতে পারে। চেলসির ক্ষেত্রেও একই আশঙ্কা রয়েছে। ক্লাব দুটি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে, যেখানে অংশগ্রহণ করেই তাদের অন্তত ১০ মিলিয়ন ইউরো আয় করতে হবে জরিমানার ভার সামলাতে কিছুটা স্বস্তি পেতে।

তবে কেবল বার্সা ও চেলসিই নয়, উয়েফার তদন্তে ধরা পড়েছে আরও কয়েকটি ক্লাবের নাম। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে গত মৌসুমে অতিরিক্ত অর্থ খরচের দায়ে ১১ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ক্লাবটি তখন খেলছিল কনফারেন্স লিগে এবং আসন্ন মৌসুমে খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। এছাড়া ফরাসি ক্লাব লিওঁ–কে আর্থিক শর্ত না মানায় ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা। দীর্ঘদিন ধরে ঋণে ডুবে থাকা লিওঁ সম্প্রতি লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে।

সবচেয়ে বিপাকে আছে চেলসি। সাম্প্রতিক বছরগুলোয় দলবদলে সবচেয়ে বেশি অর্থ খরচ করে তারা, কিন্তু বিপরীতে রাজস্ব বাড়েনি। আয়-ব্যয়ের ভারসাম্য না থাকায় অতিরিক্ত ২০ মিলিয়ন ও ১১ মিলিয়ন ইউরো জরিমানাও পড়েছে তাদের কাঁধে। তবে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, উয়েফার সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

শা/আ/দি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর