sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৮ই শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয়!

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শ্রেষ্ঠত্বের মিশনে বাংলাদেশ পুরুষ ও নারী- উভয় দলই জয় তুলে নিয়েছে। শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারিয়েছে পুরুষ দল। অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে নারী দলের জয় ৩-০ ব্যবধানে।

চীনের দাঝো শহরে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তা দেয়নি বাংলাদেশ পুরুষ দল। লঙ্কানদের বিপক্ষে প্রথমার্ধে ৮-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। বাংলাদেশের হয়ে চারটি গোল করেন অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ। হ্যাটট্রিকের দেখা পান ইসমাইল হোসেন।

জোড়া গোল করেন দীন ইসলাম এবং সাজেদুল সাজেদ। এছাড়া বিশাল আহমেদ ও মোহাম্মদ মেহেদী একটি করে গোল করেন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ১১ দলের এই বয়সভিত্তিক পুরুষ এশিয়া কাপে পুল এ-তে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও চীন।

পুরুষদের মতো বাংলাদেশ নারী দলও খেলেছে একই ভেন্যুতে। প্রথম কোয়ার্টার ব্যর্থ হওয়ার পর মেয়েদের হয়ে দুটি গোল করেন কনা আক্তার। অপর গোলটি আসে আইরিন রিয়ার স্টিক থেকে। পুল এ-তে বাংলাদেশ নারী দলের বাকি দুই প্রতিপক্ষ জাপান ও হংকং। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ০-১১ গোলে হেরে টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ নারী দল। 

শা/আ/দি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর