sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৯শে শ্রাবণ ১৪৩২

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু বাংলাদেশে!

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে বাংলাদেশে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে। এটি বিশ্বে প্রথম এ জাতীয় কার্ড। বাংলাদেশে পেমেন্ট প্রযুক্তি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইস্টার্ন ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর শনিবার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা হোটেলে কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়াংসিক, নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরাড, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কার্ডটিতে সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে, যা গ্রাহকদের উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই কার্ডে পিন বা স্বাক্ষরের কোনো প্রয়োজন হবে না। গ্রাহকদের তথ্য কার্ডে সংরক্ষিত থাকবে এবং ঘরে বসেই একটি হোমকিটের সাহায্যে ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন করা যাবে। মাস্টারকার্ড আইডেন্টিটি থেফট প্রটেকশন থাকার ফলে এই কার্ড অনলাইনে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি এবং অপব্যবহার থেকে সম্পূর্ণ সুরক্ষিত।

এতে আরও বলা হয়, নতুন কার্ডটি ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড পোর্টফোলিওভুক্ত। গ্রাহকরা মাস্টারকার্ড প্রাইসলেস স্পেশাল প্ল্যাটফর্মে একচেটিয়া সুবিধা ভোগ করবেন। এসব প্রিমিয়াম সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত বিলাসবহুল হোটেলে ফ্রি এক রাত্রিযাপন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে ফ্রি খাবার, পিজিএ ট্যুর পরিচালিত ৪৬টির অধিক প্রিমিয়াম গলফ ক্লাবে প্রবেশাধিকার, গ্লোবাল রোমিং, বিশ্বের ১ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক ও ডমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার ইত্যাদি।

এছাড়া সিঙ্গাপুরের সি-লা-ভি ম্যারিনা বে স্যান্ডসে এক্সক্লুসিভে রুফটপ ডাইনিং এবং ১০০ সিঙ্গাপুর ডলারের ভাউচার, ইউনিওয়ার্ল্ড রিভার ক্রুজে ১ হাজার মার্কিন ডলার ছাড়, হার্টজের গাড়ি ভাড়ায় বিশেষ মূল্যছাড়; জিইএইচএ ডিসকভারি, হোটেলাং, উইন্ডহ্যাম রিওয়ার্ডস এবং আই প্রেফার লয়্যালটি প্রোগ্রামে ফাস্ট ট্র্যাক অভিজাত মেম্বারশিপ। গ্রাহকদের সুবিধার্থে একটি ২৪/৭ কনশিয়ার্স সুবিধা সেবা থাকবে– যা ভ্রমণ, রিজারভেশন ইত্যাদিতে সহায়তা করবে।  

 

শা/আ/দি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর