স্টারমারের দলের বিপরীতে সাবেক এমপি জারাহর বাম বিকল্প

জেরেমি করবিনের সঙ্গে মিলে নতুন বামপন্থী রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক এমপি জারাহ সুলতানা। গত বৃহস্পতিবার (৩ জুলাই) এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে ।
সুলতানার মতে, ‘ওয়েস্টমিনস্টার ভেঙে পড়েছে। তবে প্রকৃত সংকট আরও গভীর। বর্তমানে মাত্র ৫০টি পরিবার যুক্তরাজ্যের অর্ধেক জনসংখ্যার চেয়েও বেশি সম্পদের মালিক।’
করবিন ও তার নতুন দল ‘সরকারের ব্যর্থতা ও বিশ্বাসভঙ্গের ধারাবাহিকতার’ পরিবর্তে কার্যকর বিকল্প হিসেবে গড়ে উঠবে বলে সুলতানা আশাবাদ ব্যক্ত করেছেন।
তবে বাস্তবে কি আদৌ এমন কিছু হবে নাকি বাড়িয়ে নিজের দলের সুনাম করছেন তিনি? এ নিয়ে চলছে বহু আলোচনা।
ওয়েস্টমিনস্টারে সদ্যগঠিত এই বামপন্থী দল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট।
দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতি জনমনে অসন্তোষ বাড়তে থাকে কল্যাণব্যবস্থা ঘিরে বিতর্কিত সিদ্ধান্ত থেকে পিছু হটাকে কেন্দ্র করে।
এই সুযোগকেই কাজে লাগিয়ে বর্তমান লেবার পার্টির বিপরীতে বাম বিকল্প উপস্থাপনের চেষ্টা করছেন সুলতানা। যদিও দলটি ঘিরে পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি জানান, দলের প্রধান লক্ষ্য হবে: লেবার, রিফর্ম ও কনজারভেটিভ পার্টির বিকল্প হিসেবে শক্ত অবস্থান তৈরি করা।
এই তিন দলই ধনকুবেরদের পক্ষে লড়াই করছে বলে মনে করেন সুলতানা।
সাবেক এমপির এমন বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, দারিদ্র্য বিমোচনের ওপর জোর দিতে পারে তাঁর দল।
যুক্তরাজ্যের বর্তমান সরকার ‘প্রতিবন্ধীদের কষ্ট বাড়াতে চায়’ বলে অভিযোগ আনেন সুলতানা, যা দেশটিকে শক্তিশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে তাঁর সমর্থনের ইঙ্গিত দেয়।
স্টারমারের সরকারের বিরুদ্ধে ‘গাজায় গণহত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ’ করার অভিযোগও তোলেন সুলতানা। তাই তার দলের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ফিলিস্তিনের প্রতি জোরালো সমর্থন প্রদর্শন করবে বলে ধারণা করা হচ্ছে।
মা/ম
আপনার মূল্যবান মতামত দিন: