তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে শ্রমিক দলের শোডাউন ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী চলমান গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা শ্রমিক দল বিশাল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালি শেষে মোগরাপাড়া বাসস্টেশন ও আশপাশের দোকানপাটে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা লিফলেট বিতরণকালে বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু বিএনপির নয়—এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই দফাগুলো বাস্তবায়ন জরুরি।” নেতৃবৃন্দ জনগণের উদ্দেশে আহ্বান জানান বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিতে।
গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু।
পুরো এলাকায় লিফলেট বিতরণ ও শোডাউনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। নেতারা জানান, এই কর্মসূচি চলমান থাকবে এবং ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।
এমএসএস
আপনার মূল্যবান মতামত দিন: