sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৯শে শ্রাবণ ১৪৩২

"জুলাই আমাদের গন্তব্য, নতুন সংবিধানে যুক্ত হতেই হবে": নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫ ১৯:০৭ পিএম

ফাইল ছবি

"জুলাই শুধু আবেগ নয়, এটি আমাদের রাজনৈতিক পথনির্দেশিকা, আমাদের ভবিষ্যতের সংবিধান"—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চললেও তা অবশ্যই নতুন সংবিধানে অন্তর্ভুক্ত হবে।

শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "যারা শহীদ ও আহতদের আত্মত্যাগ সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায় না, তারা মূলত মুজিববাদের নতুন পাহারাদার। আর মুজিববাদের এই নতুন রূপ আমরা প্রত্যাখ্যান করি।"

বগুড়া জেলা দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, "চব্বিশের অভ্যুত্থানের পর আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা টিকিয়ে রাখতে হলে প্রশাসন, বিচারব্যবস্থা ও পুলিশের মধ্যে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। যদি পুরোনো কায়দায় কেউ ফিরে যেতে চায়, তাদের পরিণতি ফ্যাসিস্ট দোসরদের মতোই হবে।"

তিনি জানান, জুলাই পদযাত্রা এখন জেলার গণ্ডি পেরিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, যা জনগণের বিকল্প রাজনৈতিক খোঁজের প্রতিফলন।

সকালে শহরের কলোনি এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় ‘জুলাই পদযাত্রা’, যা শেষ হয় সাতমাথা মুক্তমঞ্চের পথসভায়। সভা ঘিরে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন, "আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যে নতুন দেশ পেয়েছি, সেটি আর কোনো ফ্যাসিবাদী চাঁদাবাজ চক্রের হাতে তুলে দেব না।"

 

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর