থাইল্যান্ডে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ।
থাইল্যান্ডের ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৃহস্পতিবার সকালে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণের মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশনের খবরে বলা হয়, সংস্কৃতিবিষয়ক নতুন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পেতংতার্ন সকাল ৯টা ৭ মিনিটে গভর্নমেন্ট হাউসে পৌঁছান।
তিনি সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান, যদিও ১ জুলাই (মঙ্গলবার) ক্রিমিনাল কোর্ট তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: