ইরান ছাড়লেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল!

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর ইরান ছেড়েছেন একদল পরিদর্শক।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইএইএ বলেছে, তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাবেন। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংস্থাটি যেন আবারও পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ শুরু করতে পারে, তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা খুবই জরুরি।
তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা রেসুল সেরদার বলেছেন, ঠিক কতজন আইএইএ কর্মী ইরান ছেড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তার মতে, সংস্থাটির কর্তৃপক্ষ যেভাবে বলেছে তাতে বোঝা যাচ্ছে না যে সবাই, নাকি কয়েকজন ইরান ছেড়েছেন। তবে সেরদারের ধারণা, কিছু পরিদর্শক এখনো ইরানে আছেন।
প্রসঙ্গত, গত ২৫ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর ইরানি পার্লামেন্ট এক ভোটাভুটির মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। গত বুধবার ইরান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করে।
ইরানি সংবাদমাধ্যম জানায়, এই আইন মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র আওতায় ইরানের নিজস্ব অধিকার সংরক্ষণে প্রণীত হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে।তেহরানের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। তারা ইসরায়েলের হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়ে আসছিল।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: