sportsmaster@gmail.com রবিবার, ৩রা আগস্ট ২০২৫
১৯শে শ্রাবণ ১৪৩২

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিদের উপাসনালয়ে অগ্নিসংযোগ!

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় দেশটির পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে থাকা অন্তত ২০ জনকে নিরাপদে সরিয়ে নেয়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এবং ইসরায়েলি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ এর নিন্দা করে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিক।

দেশটির ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঘটনার সর্বশেষ সংযোজন এটি। সিনাগগের প্রবেশপথে শুক্রবার রাতে কেউ আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ভেতরে থাকা ২০ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বেশ কয়েকটি ইহুদিবিরোধী ঘটনার মধ্যে এ হামলাটি ঘটল। এর আগেও মেলবোর্নের আরেকটি সিনাগগে অগ্নিসংযোগকারীরা হামলা চালিয়ে আগুন লাগায়। সাত মাসের আগের সেই ঘটনায় একজন আহত হন এবং ব্যাপক ক্ষতি হয়।

 

শা/আ/দি

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর