যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ১ হাজার ৩০০ জনের বেশি কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
দপ্তরের অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন। সংস্থাটির হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা। পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের শত শত ইউনিট ও ব্যুরোও বিলুপ্ত বা পুনর্গঠিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরিবর্তনের ফলে প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন, বাকিরা চাকরিচ্যুত হচ্ছেন।
২০২৫ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধিতে আরও মনোযোগী হওয়া যায়।
শা/আ/দি
আপনার মূল্যবান মতামত দিন: